দুবাইয়ের রাজকন্যা দ্বিতীয়বার বিয়ে করছেন

জনপ্রিয় মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানা দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বুধবার (২৭ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


প্রেস রিলিজ অনুযায়ী, চলতি বছরের জুন মাসে প্যারিস ফ্যাশন উইকে শেখ মাহরাকে বিয়ের প্রস্তাব দেন ৪০ বছর বয়সী এই র্যাপার। ওই ইভেন্টে ২০২৬ সালের বসন্ত/গ্রীষ্মকালীন এক ফ্যাশন শো’তে র্যাম্পে হাঁটার পরই তিনি প্রেমিকাকে প্রপোজ করেন।
প্রতিনিধিরা জানান, বিয়ের পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়েছে। দুই পরিবারই এই সম্পর্ক নিয়ে রোমাঞ্চিত ও সহানুভূতিশীল। তবে এখনো চূড়ান্ত তারিখ বা স্থান নির্ধারিত হয়নি।
শেখ মাহরা (৩১) ও ফ্রেঞ্চ মন্টানার সম্পর্কের গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে।
২০২৪ সালের অক্টোবরে যখন দুবাইয়ে রাজকন্যার সঙ্গে ঘুরতে দেখা যায় মন্টানাকে। ওই সময় শেখ মাহরা নিজের ইনস্টাগ্রামে র্যাপারকে দুবাই শহর ঘুরিয়ে দেখানোর ছবি শেয়ার করেছিলেন।
তবে তাদের সম্পর্ক জনসমক্ষে আসে এই বছরের গ্রীষ্মে। দু’জনকে যখন একসঙ্গে হাতে হাত ধরে প্যারিস ফ্যাশন উইকের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।


এর আগে, শেখ মাহরা শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানার ১৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। তার ছেলের নাম ক্রুজ।
২০২৪ সালের জুলাই মাসে এক ইনস্টাগ্রাম পোস্টে (যেটি এখন মুছে ফেলা হয়েছে) শেখ মাহরা তার বিচ্ছেদের ঘোষণা দেন।
সেই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, তাই আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা করছি।
আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি।’
এই বক্তব্যে তিনি ইসলামী শরিয়াহ আইনে প্রচলিত তালাকের তিনবার ঘোষণা বা তালাক-ই-তিন এর উল্লেখ করেন, যেটি মুসলিম পুরুষরা স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন।


তিনি তার পোস্ট শেষ করেন এই বলে, ‘ভালো থাকুন। আপনার সাবেক স্ত্রী।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: