পুলিশ সার্জেন্টদের কেন তদন্ত দেয়া প্রয়োজন?
 
 
	বাংলাদেশ পুলিশের দর্পন হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ পুলিশ সার্জেন্টদের কারন সব সময় তারা রাস্তায় থাকে এবং সাধারণ জনগন তাদেরকেই প্রতিনিয়ত রাস্তায় অবলোকন করে।
 
	   
	  তেমনি রাস্তায় সচারাচর কোন সমস্যা হলে প্রথমে তাদের কাছেই সাধারণ জনগন গিয়ে থাকে। কিন্তু রাস্তা নিয়ন্ত্রণের যে প্রেশার তার ফাঁকে জনগনের অন্য যে সমস্যা তা সঠিক ভাবে সময়ের অভাবে সমাধান করতে পারে না।তাই পুলিশ সার্জেন্ট গনের থানার উপর নির্ভরশীল হতে হয়।
এবং এই নির্ভরশীলতা জনগনের ভোগান্তি আরো বাড়িয়ে দেয় কারন থানা থেকে একটা টিম আসতে অনেক সময় ১ ঘন্টার অধিক সময় লেগে যায়। এছাড়াও রাস্তায় একটা দূর্ঘটনা হলে প্রথম প্রত্যাক্ষদর্শী সার্জেন্ট অথবা ট্রাফিকের অন্য কোন সদস্য।
অনেক সময় সার্জেন্ট সুরতহাল প্রতিবেদন তৈরি করে সাবমিট করে পরবর্তীতে তদন্ত করে থানার কোন সাব ইন্সপেক্টর যার ফলে আলামত এবং পিওতে যে সাক্ষ প্রমান থাকে পরবর্তীতে তা সঠিক ভাবে সংরক্ষণ অথবা মিল না থাকায় অধিকাংশ দূর্ঘটনার সঠিক কারন নিরুপন করা যায় না। বাংলাদেশ হাইওয়ে পুলিশে অনেক সার্জেন্ট পদায়ন আছে, তাই হাইওয়েতে যখন সার্জেন্ট টহল ডিউটি করে এবং মারাত্মক দূর্ঘটনার প্রত্যাক্ষদর্শী হয়েও তারা তদন্ত না করতে পারায় ভিকটিম সঠিক বিচার পায়না।
আবার অনেক সময় দেখা যায় এক থানায় সাব ইন্সপেক্টর এর থেকে সার্জেন্ট বেশি হলে সেই থানায় দায়িত্ব পালন এবং তদন্ত সম্পন্ন করতে বেগ পেতে হয়। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সার্জেন্ট হিসেবে যোগদান করা মেধাবীদের মেধা সঠিক ভাবে ব্যাবহারে সুযোগ না পেলে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়।
এই সমস্যা থেকে উত্তরনের উপয় হইলো ব্যাস্ত এলাকায় ট্রাফিক থানা গঠনের উদ্যেগ নেয়া এবং এক এক এলাকায় সার্জেন্টদের সমন্বয় একটি কুইক রেসপন্স টিম গঠন করা। সার্জেন্ট দের তদন্ত দক্ষতা বাড়িয়ে সড়কে যে সকলক ঘটনা এবং আপরাধ সংগঠিত হয় তার তদন্ত করার সুযোগ করে দিলে রাষ্ট্রের জনগন উপকৃত হবে এবং কিছু মেধাবী তার মেধার ব্যাবহারে সুযোগ পাবে। তেমনি থানার উপর অনেক চাপ কমবে।
 
	   
	  এই বিষয় পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে জানতে চাওয়া হলে তারা বলেন পুলিশ হেডকোয়ার্টার ইতোমধ্যে উদ্যেগ নিয়েছে, পুলিশ সার্জেন্টদের তদন্ত দক্ষতা বাড়ানোর জন্য টিডিএস এর অধিন ৩ সপ্তাহ ব্যাপী "বৈজ্ঞানিক উপায় তদন্ত"নামে একটি কোর্স চালু করা হয়েছে এবং ৪০ জন করে সার্জেন্টকে প্রতি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এবং তাদের তদন্তের বিষয় দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পুলিশ সার্জেন্ট
- তদন্ত
- বাংলাদেশ পুলিশ
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			.jpg.webp) 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.png.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: