‘ফুটবল ক্লাব কোনো হাসপাতাল নয়, নেইমারকে চাই না’
ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল।
কয়েক দিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছিল, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে এই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। আর সৌদি ছেড়ে নেইমার এবার ফিরছেন ব্রাজিলে এমনটাও বলা হয়েছিল খবরে। অনেকেরই ধারণা ছিল দেশে ফিরলে পালমেইরাসের হয়ে খেলতে পারেন তিনি।
তবে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সভাপতির সাফ কথা, চোটপ্রবণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা! ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা সরাসরি অমতের কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।'
তবে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রকাশ্যেই। পালমেইরাস সভাপতি যেন সান্তোসকেও কটাক্ষ করলেন। তিনি বলেন, 'আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানব না, যে কিনা খেলারই যোগ্য নয়।'
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- নেইমার
- ব্রাজিল ফুটবল দল
আপনার মতামত লিখুন: