বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার যা বলল ভারতীয় বোর্ড
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনে মুখ খুলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তারা বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। বিসিসিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।
দেবজিত সাইকিয়া বলেন, ‘এই বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে। এটা আমাদের কাজের জায়গা নয়। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শেষ কথা বলবে আইসিসি।’
এর আগে ভারতের বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এই ঘটনার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয়।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে বিসিবি তাদের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে আইসিসিকে বিস্তারিত চিঠি দিয়েছে। এখন তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাংলাদেশ
- বিশ্বকাপ
- ভারতীয় বোর্ড
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: