• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফুলবাড়িয়ায় মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
ফুলবাড়িয়ায় মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মধ্যরাতে পৌর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে গেছেন ঘুমন্ত চালক। আহত হয়েছেন বাসে থাকা এক নারী যাত্রী ও তার ছেলে। 
 
মৃত চালকের নাম জুলহাস (৩৫)।

তার বাড়ি উপজেলার কৈয়ারচালা গ্রামে। আহত নারী যাত্রীর নাম রুমকী (৪০), তার ছেলে তার ছেলে বাদশা (২০)। তারা চক রাধাকানাই গ্রামের বাসিন্দা। 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আলম এশিয়া (ঢাকা মেট্রো-ব-১৪-১৪১৮) বাসটি ঢাকা থেকে ফুলবাড়িয়া আসে মধ্যরাতে।

বাসটি দাঁড়িয়ে ছিল পৌর এলাকার ভালুকজান তেলের পাম্প সংলগ্ন স্থানে। রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। চালকসহ এক নারী যাত্রী তার ছেলে বাদশাকে নিয়ে বাসে অপেক্ষা করছিলেন ভোর হওয়ার জন্য। বাসটিতে আগুন লাগার পর চালক তার আসনেই পুড়ে মারা যান চলে স্থানীয়রা ধারণা করছেন।

বাসটির মালিক ডা. মামুনুর রশীদ বলেন, নিহত ব্যক্তিটি তারই গাড়ির চালক বলে তিনি নিশ্চিত। তবে অঙ্গার হয়ে যাওয়ায় লাশ সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এদিকে, আহত নারী যাত্রী আগুন লাগার পর জানালার কাচ ভেঙে বাইরে বেরোতে সক্ষম হলেও ছেলেসহ আহত হন। তারা প্রথমে ফুলবাড়িয়ায় ও পরে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়।

ফুলবাড়িয়া থানা ওসি রুকনুজ্জামান জানান, এ ঘটনাকে তারা নাশকতা বলে মনে করছেন। তারা ঘটনা তদন্ত শুরু করেছেন। এদিকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন