মহিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মোঃ আল আমিন হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী জুঁইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাতে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জুই’র মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে ওই এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
জুই কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার আবু সালেহ তালুকদারের মেয়ে। আল আমিন হাওলাদার মহিপুর বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে। ভুক্তভোগী জুই বলেন, তার সাথে বড় ধরনের প্রতারনা করেন স্বামী আল আমিন হাওলাদার। বিয়ের পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন জুইকে নিয়ে কুয়াকাটা ভ্রমনে গিয়ে তাকে রেখে পালিয়ে যায় আল আমিন।
এ বিষয় নিয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে দেড় বছর পরে আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়। আড়াই বছর সংসার করার পরে মামলা উঠিয়ে ফেলে জুই। এর পরেই শুরু হয় তার সাথে অমানুষিক নির্যাতন। মারধর সহ সকল প্রকার অত্যাচার করা হয় তার সাথে। পরে বারবার তার সাথে করা হয় প্রতারনা।
পরবর্তীতে কুয়াকাটা পাঞ্জুপাড়া এলাকায় শাহজাহান হাজীর বাসায় ভাড়া থাকেন তারা। সেখানে গত মঙ্গলবার রাতে আল আমিন হাওলাদার এবং তার মামা ও খালাতো ভাই মিলে তার উপর নির্যাতন শুরু করে। খবর পেয়ে তার মা লিপি বেগম গেলে তাদের কে গভীর রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান।
অভিযুক্ত মোঃ আল আমিন হাওলাদার’র মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করারা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: