• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

জরাজীর্ণ বিএডিসি ভবন থেকে সরকারি মালামাল চুরি, ট্রাক জব্দ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৮ পিএম
জরাজীর্ণ বিএডিসি ভবন থেকে সরকারি মালামাল চুরি, ট্রাক জব্দ

বরগুনার আমতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অর্ধশত বছরের পুরোনো পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনের মালামাল চুরির ঘটনায় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ঘটনায় একটি ট্রাকসহ চুরি করা মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান চুরি মামলায় অভিযুক্ত জুয়েল মৃধাকে এই দণ্ড দেন। আদালত সূত্রে জানা যায়, আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থিত বিএডিসির দুটি দ্বিতল পাকা ভবন ১৯৭৫ সালে নির্মিত হয়।

ওই ভবনগুলোতে বিএডিসির মেশিনারি যন্ত্রাংশ ও অন্যান্য যন্ত্রপাতি সংরক্ষণ করা হতো। প্রায় ১৫ বছর আগে উপজেলা প্রশাসন ভবন দুটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনো অপসারণ করা হয়নি। দীর্ঘদিন ধরে ভবন দুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বৃহস্পতিবার ভোররাতে জুয়েল মৃধার নেতৃত্বে মোঃ বশির হোসেন, সজিব হাওলাদার ও বেল্লাল ভবনের বিভিন্ন মালামাল ভেঙে একটি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল।

এ সময় খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার নির্দেশ দেন। পরে কোর্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে এবং চুরি করা মালামালসহ ট্রাকটি জব্দ করে আদালতের জিম্মায় রাখে। এ ঘটনায় বিএডিসির সহকারী প্রকৌশলী (সেচ) মোঃ ইয়াকুব আলী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শুনানি শেষে আদালত অভিযুক্তদের মধ্যে জুয়েল মৃধাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর তিনজন শ্রমিক হওয়ায় আদালত তাদের খালাস দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মৃধাকে বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমতলী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, বিএডিসির ভবন ও মালামাল সরকারি সম্পত্তি। ভবন পরিত্যক্ত ও জরাজীর্ণ হলেও কারও তা নেওয়ার অধিকার নেই। এ কারণেই আমরা আদালতে অভিযোগ করেছি। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর বলেন,বিএডিসি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্ত জুয়েল মৃধাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোঃ জাহেদ জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। যেহেতু ভবনটি আদালতের সামনে অবস্থিত, তাই উদ্ধারকৃত মালামাল আদালতের বিচারকের জিম্মায় রাখা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন