• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আমতলীতে তরমুজ খেতে আগাছা দমননাশক প্রয়োগ, চার হাজার চারা ধ্বংসের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম
আমতলীতে তরমুজ খেতে আগাছা দমননাশক প্রয়োগ, চার হাজার চারা ধ্বংসের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় তরমুজ খেতে আগাছা দমননাশক প্রয়োগ করে প্রায় চার হাজার তরমুজ চারা ধ্বংস করে ফেলার অভিযোগ উঠেছে। এতে চাষীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ক্ষতিগ্রস্ত তরমুজ চাষী রিয়াজ প্যাদা অভিযোগ করে বলেন, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের বাসিন্দা হলেও তিনি এ বছর গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের মফিজ ফকিরের কাছ থেকে তিন একর জমি এক বছরের জন্য ৪০ হাজার টাকায় বন্দোবস্ত নিয়ে তরমুজ চাষ করেন। জমিতে প্রায় চার হাজার তরমুজ চারা রোপণ করা হয়।

চাষী রিয়াজ প্যাদা জানান, জমি প্রস্তুতকালীন সময়ে একই গ্রামের নজরুল ইসলাম মুন্সি তার তরমুজ চাষে বাধা দেন। এ নিয়ে তিনি আমতলী থানায় অভিযোগ করেন। পরে পুলিশের নির্দেশে তিনি জমিতে তরমুজ চারা রোপণ করেন। তিনি আরও অভিযোগ করেন, বুধবার গভীর রাতে ওই জমিতে দুর্বৃত্তরা আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ করে সব তরমুজ চারা নষ্ট করে দেয়। বৃহস্পতিবার সকালে খেতে গিয়ে চারাগুলো ঢলে পড়তে দেখে তার সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তরমুজ ক্ষেতে আগাছা দমননাশক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন বলে তিনি দাবি করেন।

রিয়াজ প্যাদা বলেন, আমার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম মুন্সি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কেন তার তরমুজ খেতে আগাছা দমননাশক ঔষধ দিতে যাব?

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল বলেন, “তরমুজ ক্ষেতে আগাছা দমননাশক প্রয়োগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন