• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসের আয়োজনে রোববার উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। বৈরি আবহাওয়ার কারনে র‌্যালীটি চত্বরেই ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অফিসার  কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুন-অর-রশিদ, কামারপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সামাদ,তরফ সাদুল্লার বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবু সোলায়মান,সহকারি মৌলভী শিক্ষক মোঃ মিজানুর রহমান, শিক্ষক আমিনুর রহমান, উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক,প্রমুখ। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সম্মান এবং পরবর্তী প্রজন্ম যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেই উদ্দেশে দিবসটি পালন করা হয়।

 বক্তারা আরো বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে—শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন