• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

Advertise your products here

  1. সারাদেশ

হেলিকপ্টার নিয়ে বউ আনতে ভুল ঠিকানায় বরযাত্রী!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ পিএম
হেলিকপ্টার_নিয়ে_বউ_আনতে_ভুল_ঠিকানায়_বরযাত্রী
ফাইল ফুটেজ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বরকে নিয়ে ল্যান্ডিং করল একটি হেলিকপ্টার।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পৌর এলাকার ৩৪নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ল্যান্ডিং করে। এ ঘটনায় মুহূর্তেই হেলিকপ্টারটি দেখতে আশে পাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের একটি পতিত জমিতে ল্যান্ড করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে হেলিকপ্টারটি। এতে বরসহ ৪ জন যাত্রী ছিল।

আরও পড়ুন>> সোনার দামে নতুন রেকর্ড, প্রতি ভরি লাখ টাকা ছাড়াল

পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি। ধূলজূরী গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মাসুম মিয়া জানান, হঠাৎ অনেক শব্দ শুনতে পাই। তখন দেখি এলাকার লোকজন ছুটাছুটি করছে। তারপর গিয়ে দেখি একটি হেলিকাপ্টার ঠিকানা ভুল করে বরযাত্রী নিয়ে এখানে ল্যান্ড করে। 

হোসেনপুর পৌর সদর বাজারের মিষ্টির দোকানদার অমিত হাসান জানান, ধূলজূরী গ্রামে ভুল করে হেলিকাপ্টার এসেছে শুনে মানুষ দেখতে ভিড় জমাচ্ছে। দোকান বন্ধ করে আমিও দেখে এসেছি নিজ চোখে। হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমত আলী হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন