• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুর-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৭ জনকে বৈধ ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
ফরিদপুর-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৭ জনকে বৈধ ঘোষণা

ফরিদপুর-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৪ ডিসেম্ফবর ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। 

এ সময় ৭ জনের প্রার্থিতা বাতিলসহ অপর ৮ জনের মনোনয়ন প্রাথমিক ভাবে স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা। নির্ধারিত সময়ের পরে ওই ৮ জনের মধ্য থেকে ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত খোন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মো: আবু জাফর, জামাতে ইসলামীর মো: ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো: শরাফত হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাসের, জাতীয় পার্টির মো: সুলতান আহমদ খাঁন এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো: আবুল বাসার খাঁন। 

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান, মো. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো ও বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু। 

তাদের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরের আয়কর জমার কপি না দেওয়ায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

হলফনামায় থাকা সম্পদ বিবরণীর সাথে আয়করের সম্পদ বিবরণীর অসংগতি থাকায় বা হলফনামায় তথ্য গোপন করায় বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বার্ষিক আয়ে ত্রুটি থাকায় জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। 

এছাড়া মামলা উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর জমার কপি না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের ও অন্যান্য ত্রুটিজনিত কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে স্থগিত ৮ জন প্রার্থীর মধ্যে খোন্দকার নাসিরুল ইসলামসহ মোট ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, "যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাঁদের বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে সংশোধনী দেওয়ার পরে বিধি অনুযায়ী ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।"

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন