• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

নির্মাতা আব্দুল লতিফ মারা গেছেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম
নির্মাতা আব্দুল লতিফ মারা গেছেন

বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্রের রূপালি জগতের সঙ্গে তার সখ্য ছিল দীর্ঘদিনের। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’র মতো কালজয়ী সিনেমা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। 

এরপর ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করে ব্যাপক পরিচিতি পান তিনি। 

শুধুমাত্র ক্যামেরার পেছনেই নয়, নির্দেশনার আসনেও তিনি ছিলেন সমান পারদর্শী। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬৫টি চলচ্চিত্রে পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে এবং ৯টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। 

আমৃত্যু তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার এবং চ্যানেল আই প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন