• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে মারধর নিয়ে যা জানা গেলো


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম
থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে মারধর নিয়ে যা জানা গেলো

থাইল্যান্ডে এক ভারতীয় পর্যটককে মারধর করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (৪ জানুয়ারি) জানিয়েছে, ঘটনাটি এখন ভাইরাল হলেও এটি ঘটেছে গত ২৭ এপ্রিল।

সংবাদমাধ্যমটি বলেছে, ওই পর্যটকের নাম রাজ জসুজা। তার বয়স ৫২ বছর। তিনি থাইল্যান্ডের পাতায়াতে ট্রান্সজেন্ডারের ‘সার্ভিস’ নেন। কিন্তু যে অর্থের বিনিময়ে চুক্তি করেছিলেন, সেটি দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ট্রান্সজেন্ডার তাকে আটকান। ওই সময় আশপাশে থাকা তার আরও সঙ্গীরা এসে রাজের ওপর হামলা চালান।

ভিডিওতে দেখা গেছে, রাজের ওপর হামলার চেস্টা চালানো হচ্ছে। ওই সময় তিনি একটি গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গাড়ি থেকে তাকে টেনে বের করে উপর্যপুরি লাথি, কিল ও ঘুষি মারতে থাকেন তারা।

তাদের হাত থেকে রাজকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। তার মাথা ও মুখে আঘাত ছিল। তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য পরে নেওয়া হয় একটি হাসপাতালে।

১৯ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভারতীয় পর্যটক রাজকে ওয়াকিং স্ট্রিট এলাকায় একট ট্রান্সজেন্ডারের সঙ্গে সার্ভিস শেষে বাকবিতণ্ডায় জড়ান। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। প্রথমে একজন তার পিছু নিলেও অন্যরা যোগ দেয়। প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সার্ভিসের জন্য যে পরিমাণ অর্থের বিনিময়ে রাজ চুক্তি করেছিলেন, সেটি দিচ্ছিলেন না। এ নিয়ে মূলত দ্বন্দ্ব শুরু হয়।

থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর রাজকে আনুষ্ঠানিকভাবে মামলা করতে বলবেন তারা। এরপর আইন অনুযায়ী পুরো ঘটনার তদন্ত করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন