‘স্বাধীনতাবিরোধীরা ধর্মকে পুঁজি করে রাজনৈতিক মাঠে নেমেছে’
যারা স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোধিতা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেছে, তারা এখন ধর্মকে পুঁজি করে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
তিনি বলেন, এবার আমাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে আমাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী। তাদের দলের নামের শেষে একটা ইসলাম আছে ওইটা দিয়ে বুঝাইতে চায় তারাই মুসলমান আর আমরা কিছুই না, আমরা অন্য ধর্মালম্বী। আমি তো মুসলমানের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দুইবার হজ করছি সুতরাং আমদের পার্টির শেষে ইসলাম লেখার দরকার নাই।
শনিবার বিকেলে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের শত্রু। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এমপি হওয়ার জন্য মহিলাদের মনোনয়ন দিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী একজন মহিলাকেও এমপি হওয়ার উপযুক্ত মনে করে না। তারা একজনকেও মনোনয়ন দেয়নি, অথচ আজকাল মহিলারা কত স্মার্ট। সুতরাং এই দলটিকে আপনারা চিনে রাখেন, তারা মহিলাদের ঘৃণা করে এবং মহিলাদের সমাজের অংশ মনে করে না।
তিনি আরও বলেন, আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ চাই। ক্ষমতায় গেলে বিএনপি কী করবে সেই জন্য আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। এতে আমরা মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, সেখান থেকে তারা মাসিক একটা সুবিধা পাবে। কৃষকদের জন্য কৃষি কার্ড রাখব, যাতে কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পেতে পারে। ইমাম-মুয়াজ্জিন যারা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তাদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। এইভাবে দেশের উন্নয়নের জন্যে আমরা সবাই আত্মনিয়োগ করব।
দৈনিক পুনরুত্থান / পুনরুতথান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: