• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৫ পিএম
পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’
কোয়েল মল্লিক

দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে ‘কোয়েল মল্লিক’ নামেই ব্যাপক জনপ্রিয় টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কোয়েল তার আসল নাম নয়। মূলত তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে গত ২০ বছর ধরে তাকে দর্শক এই নামেই চিনে আসছে। 

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল নাম ‘রুক্মিণী মল্লিক’। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম। কোয়েল বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।

অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কোয়েল মল্লিক বর্তমানে তার নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন তিনি। গুঞ্জন রয়েছে, অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন