পিএইচডি করার সুযোগ ঢাবিতে, আবেদন করতে হবে যেভাবে
 
	   
	দৈনিক পুনরুত্থান  ; 
	প্রকাশিত: রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩  খ্রিস্টাব্দ, ০৫:৩৭ পিএম	
  
	 
 
	ঢাকা বিশ্ববিদ্যালয়
	ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে (জানুয়ারি-জুন) ভর্তির আবেদন শুরু হয়েছে পিএইচডি প্রোগ্রামে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, রোববার (৮ জানুয়ারি ২০২৩) এ তথ্য জানানো হয়।
 
	   
	  পিএইচডি প্রোগ্রামে আবেদন যোগ্যতা:
- পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা এমফিল পাস থেকে ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে।
- কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণীসহ নূন্যতম ৫০% নম্বর থাকতে হবে প্রার্থীদের সকল পরীক্ষায়। সিজিপিএ নিয়মে মাধ্যমিক/ স্নাতকোত্তর/ সমমান থেকে স্নাতক পর্যন্ত সকল পরীক্ষায় সিজিপিএ ৫.০০-এর মধ্যে ৩.৫০ অথবা সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩ থাকতেই হবে।
- এছাড়াও কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত। অন্তত ১টি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে সামাজিক বিজ্ঞান অনুষদ , কলা অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে।
- প্রার্থীদের অবশ্যই স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান এবং ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে হবে অথবা কমপক্ষে ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে অথবা ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে।
পিএইচডি প্রোগ্রামে আবেদন ফরম পাবেন যেভাবে:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে আবেদন ফরম। যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।
- সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/ইনস্টিটিউটের পরিচালক/ বিভাগের চেয়ারম্যান কর্তৃক এবং আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি। একইসঙ্গে জমা দিতে হবে গবেষণার একটি রূপরেখা।
পিএইচডি প্রোগ্রামে স্নাতক-স্নাতকোত্তরদের সরাসরি ভর্তি নয়:
- দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারীরা সরাসরি ভর্তি হতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে।
- বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীদের আবেদনপত্র সংগ্রহের পূর্বে সংশ্লিষ্ট কমিটির কাছে দরখাস্ত করতে হবে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এমফিল-পিএইচডি শাখায়।
বিঃদ্রঃ ভর্তির আবেদন করতে হবে বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর। ভর্তি বাতিল বলে গণ্য হবে কোন তথ্য গোপন বা ভুল দিলে।
 
	   
	  পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.png.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: