রাণীনগরে স্কাউটদের মিলনমেলা পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরীর সমাপনী
নওগাঁর রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস রাণীনগর উপজেলা শাখার আয়োজনে রোববার বিকেলে উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই কাব-ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পুরীতে উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে কাব স্কাউটদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল শৃঙ্খলা শিক্ষা, দলগত কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সচেতনতা এবং নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ।
রোববার সন্ধ্যায় ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠানে উপজেলা স্কাউট এর কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্পুরীর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাব স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: