ইবিতে অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে খালি ৪০৮ আসন
 
 
	অষ্টম মেধাতালিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি শেষে এখনো খালি রয়েছে ৪০৮টি আসন। এবারের মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
 
	   
	  শুক্রবার (২০ জানুয়ারি) এদিকে শূন্য আসন পূরণে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবম মেধাতালিকা। আগামী রোববারে ভর্তি সম্পন্ন এ তালিকায় বিষয়প্রাপ্তদের করতে বলা হয়েছে। দফতর ও আইসিটি সেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন>> র্যাগিং-বুলিং করলেই করা হবে বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি শেষে অষ্টম মেধাতালিকার ‘বি’ ইউনিটে ৬৮টি, ‘এ’ ইউনিটে ৩০৫টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি। তাই খালি রয়েছে মোট ৪০৮টি আসন। নবম মেধাতালিকা শূন্য আসন পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রকাশ করেছে। আগামী ২২ জানুয়ারি মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের সম্পন্ন করতে বলা হয়েছে অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম।
এছাড়া ভর্তি শেষে নবম মেধা তালিকার আসন খালি থাকলে প্রকাশ করবে কর্তৃপক্ষ দশম মেধাতালিকা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
 
	   
	  পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
- বিষয়:
- ইবি
- মেধা তালিকা
- ইসলামী বিশ্ববিদ্যালয়
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.png.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: