• ঢাকা
  • সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

র‌্যাবকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একই সঙ্গে পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে।’

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম এ কথা বলেন। তিনি বলেন, ‘কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।

তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।’ র‍্যাবের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘র‌্যাবকে পুনর্গঠন করা হবে। র‌্যাবকে পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’

ঈদুল আজাহায় চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন