• ঢাকা
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না : রাশেদ খান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না : রাশেদ খান

বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ বিষয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার সকাল ৮টা ২২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ‘বাংলাদেশে আর কোনো ১-১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে।

এসব কথা যারা বলছে, তারাই মূলত ১-১১ চায় কি না, সেটি নিয়ে সন্দেহ। কারণ তাদের আষ্টেপৃষ্ঠে আছে ১-১১-এর কুশীলবরা। তাদের পরামর্শেই এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কি না, সেটি নিয়ে সন্দেহ-সংশয় থেকে যায়।’ তিনি আরো লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা কেউ থামাতে পারবে না, ইনশা-আল্লাহ।

আমাদের সবার প্রত্যাশা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। আর সে জন্য রাজনৈতিক সহনশীলতা ও ঐক্য অত্যন্ত জরুরি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে সময় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার কথা বিবেচনায় নেন।

এ সময় তিনি বলেন, ঠিকভাবে কাজ করতে না পারলে উপদেষ্টা পদে থেকে কী লাভ?

পরে তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বেরিয়ে এসে নাহিদ ইসলাম জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন।’ পরদিন গতকাল শুক্রবার এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না।

পোস্টে তিনি লেখেন, ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’ এদিকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ১-১১ প্রসঙ্গ টেনে পোস্ট করেন। পোস্টে কেউ কেউ আশঙ্কা করছেন, দেশেকে আবারও এক-এগারোর দিকে নেওয়া হচ্ছে কি না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন