• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার ভূতমারা খাল খদন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২১ এএম
বরগুনার ভূতমারা খাল খদন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েক হাজার একর জমির চাষাবাদের জন্য জলাবদ্ধতা নিরসনের একমাত্র ভূতমরা  খালটি খনন, ও অবৈধ স্থাপনা অপসার,কচুরিপানা পরিষ্কার ও খালের প্রবেশ মুখে এক চোঙগা শনিদের পরিবর্তে তিন চোঙ্গার সুইচ গেট নির্মাণের  দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

(৭জুলাই) সোমবার সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি উপেক্ষা করে বরগুনার দক্ষিণ মনসাতলী মহাসড়কের ভূতমরা খালের পশ্চিম পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে  খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ২২ ইঞ্চি প্রশস্ত এক ব্যান্ড সুইজ রয়েছে।  যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । একটি ভেঙ্গে তিন ব্যান্ড ব্যান্ড প্রশস্ত সুইজ  নির্মাণের দাবি করেন তারা।

এ সময় তানা বলেন, ভুতমারা এই খালটি আজ পযন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলে জমি এক ফসলি জমিতে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে। ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না । তাই  দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে সুইজ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা। 

 মানববন্ধন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন