• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম
শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী ও তালপুকুরিয়া গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীরা হলেন- ছাতিয়ানী গ্রামের মৃত এশারত আকন্দের ছেলে আলহাজ্ব  আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি এবং আলহাজ্ব নসির উদ্দিনের জামাতা আল মাহমুদ, তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মোঃ মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, কুদ্দুস আলীর ছেলে মিজান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর শনিবার গভীর রাতে চোরের দল সিধ কেটে ওই ছয়টি বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে যায়। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আলহাজ্ব  আমজাদ হোসেন  বলেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। ফজরের আজান হলে ঘুম থেকে উঠি  মসজিদে যাওয়ার জন্য অজু করে এসে দেখতে পাই পাঞ্জাবি নাই। খোঁজাখুঁজির পর দেখতে পাই পাঞ্জাবি অন্য জায়গায় পরে আছে। পরে দেখিযে, ঘরের সিদ্ধ কাটা আমার বাড়ি থেকে একটা বাটন মোবাইল ও কিছু টাকা নিয়েছে।

মোঃ মুকুল জানান, “রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরে সিধ কাটা, আমার মোবাইল নেই। সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবক ঘোরাফেরা করছে। তাদেরই এ সকল কাজ মনে হচ্ছে।

এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল বলেন, এখন পর্যন্ত থানায় এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তারপরেও ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হবে যাতে আর এ ধরণের ঘটনা না ঘটে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন