• ঢাকা
  • শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

২ প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম
২ প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে দুই প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি নামে এসব গাছের চারা রোপণ করা যাবে না। 

বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে এসব আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন