• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!

বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই বিয়ের ক্ষেত্রে নিজের মতামত বা পছন্দের কোনো বাস্তব সুযোগ তার হাতে ছিল না।

পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।

’জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি।বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে।

বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না।

দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন