• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

সাংবাদিক আলিম খানের পুত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি : অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৫৫ পিএম
সাংবাদিক আলিম খানের পুত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি : অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।ভিকটি মাসুদুল আল গালিছ খান বরিশালের বাকেরগঞ্জের সাংবাদিক আলিম খানের পুত্র।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্বাস (২০), ২। রাকিব হোসেন (২৭), ৩। সাগর মাতব্বর (২৪), ৪। সিয়াম (১৮), ৫। মোঃ রিয়াদ(২০) ও ৬। সাহিদা আক্তার (৩৫)। গত সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এরপর ভিকটিমকে মারধর করে তার মাতা সেতু আক্তার এর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ ঘটিকার মধ্যে না দিলে তারা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ভিকটিমের মাতা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ০৯:০০ ঘটিকায় দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন।

টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয়।মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর গত সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম । অতঃপর তাদের হেফাজত হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন