• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আচরণবিধি বিষয়ক সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২৯ পিএম
পাঁচবিবিতে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আচরণবিধি বিষয়ক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) পাঁচমাথা মোড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে দেশের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সেলিম আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি মেনে চলাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মূল শর্ত। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় নির্বাচনকালীন আইন-কানুন, ভোটগ্রহণ প্রক্রিয়া, গণভোট সংক্রান্ত বিধান, নির্বাচনী প্রচারণার সীমাবদ্ধতা এবং আচরণবিধি লঙ্ঘনের আইনগত পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন