• ঢাকা
  • রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের ওপর গত নয় মাসে ৩৮টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার খবর বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে। বাংলাফ্যাক্ট জানায়, গত ৯ মাসে জুলাই যোদ্ধদের ওপর ৩৮টি হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যসহ নিহত হন দুইজন, আহত হন অন্তত ৮৭ জন।

গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম নামের এক যুবক নিহত হন। ৩৮টি হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন