রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা: পাঁচবিবির অধিকাংশ প্রতিষ্ঠানে অর্ধনমিত ছিল না জাতীয় পতাকা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি পাঁচবিবি উপজেলায় যথাযথভাবে পালিত হয়নি। সরকারি প্রজ্ঞাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও উপজেলার অধিকাংশ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে তা মানা হয়নি।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রতনপুর উচ্চ বিদ্যালয়, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয়, বাগজানা ইউনিয়ন ভূমি অফিস, বালিঘাটা ও সুলতানপুর-বিরনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান প্রধান দায়সারা বক্তব্য দেন। কেউ দপ্তরী না থাকার কথা বলেন, আবার কেউ পতাকার খুঁটি ভাঙা থাকার অজুহাত তুলে ধরেন। বালিঘাটা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জোসনা আক্তার জানান, পতাকা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত লোক না থাকায় পতাকা তোলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “রাষ্ট্রীয় নির্দেশনা অমান্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সরকার ঘোষিত প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাষ্ট্রীয় শোক
- পাঁচবিবি
- জাতীয় পতাকা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: