লালমনিরহাটে ক্ষেতের তামাক উপড়ে ফেলে,জমি দখলের চেষ্টার অভিযোগ
লালমনিরহাটের হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামের, আসাদুল হাবিব নামে এক ব্যাক্তির ৬০ শতাংশ জমির তামাক উপরে ফেলে, সন্ত্রাসী কায়দায় তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একই গ্রামের মহুবর রহমান ওরফে আব্দুর রহমান (৪২), আইয়ুব আলী (৫২), মুকুল হোসেন (২৯), ছলে উদ্দিন (৫৫), হাফিজুর রহমান (২৬), মোমিনুল (৩৫), আলম (৪৮), পনির উদ্দিন (৫৮), আতিকুল (২৮), মোমিনুল (২৫), আজিজুল হক (২২), ফারুক (২৮), মেহেদি হাসান (১৯), মারুফ হাসান (১৮), জিয়াউর রহমান (২৮), ফুলবাবু (৬২) ও মানিক (৪৩) এর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আসাদুল হাবিব।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদিগণ পরস্পর কুপরামর্শ করে ভুক্তভোগীর নামে থাকা দখলীয় জমির অংশ, জবর দখল করার অপচেষ্টা সহ বিভিন্ন ভাবে আবাদী ফসলের ক্ষতি করে আসছে। এরই মধ্যে উল্লেখিত বিবাদীগণ গত ২১জানুয়ারি ২০২৫ ইং তারিখে জমির আবাদি তামাক ক্ষেত ও একই বছরের ২৫ এপ্রিল জমির আবাদি ধানক্ষেতের ক্ষতিসাধন করে ।
বিবাদীদের সাথে উক্ত ঘটনার বিষয়াদী আসাদুল হাবিব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে,তা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করলে বিবাদিগন আপোষ না করে,অভিযোগের বাদি আসাদুল হাবিব কে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে থাকে। তখন বাদি আসাদুল বিজ্ঞ আদালত লালমনিরহাট বরাবরে ৮৪/২৫, ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন যা আদালতে এখনো চলমান রয়েছে।
বর্তমানে নিম্ন তফশিল জমিতে ভার্জিনিয়া ও মতিহার তামাক আবাদ করছেন আসাদুল। অবশিষ্ট খালি জমিতে ধান চাষ করার জন্য জমির মধ্যে হাল চাষ করে। এরই মধ্যে উল্লেখিত বিবাদীগণ একত্রে হয়ে পরস্পর লোকজনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে আসছে।
অতঃপর গত ২০ জানুয়ারী রাত ৮ টার সময় উল্লেখিত বিবাদীগণ ও অজ্ঞাতনামা ১৫/২০ জন ওই জমিতে এসে আবাদী ৬০ শতাংশ জমির মতিহার তামাক গাছ উপড়ে ফেলে। যার আনুমানিক মুল্য ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা )। ঐসময়ে অভিযোগের বাদি আসাদুল হাবিবের ছোট ভাই ঘটনা স্থলে গিয়ে বিবাদীদেরকে বাধা দিলে বিবাদীরা লাঠি শোঠা ও ছোড়া উঠিয়ে তাকে প্রান নাশের হুমকি প্রদর্শন করে বলে,উক্ত অভিযোগে উল্লেখ রয়েছে ।
পরে,আসাদুল হাবিবের ছোট ভাই প্রানের ভয়ে পালিয়ে এসে মোবাইল ফোনে তাকে বিষয়টি জানালে বাদি আসাদুল পুলিশের জরুরি সেবা
৯৯৯ এ ফোন করে যোগাযোগ করলে সদর থানার ডিউটি অফিসার তাকে থানায় এসে অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে লালমনিরহাট সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন আসাদুল হাবিব।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি আঃ মতিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শেষে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: