সেই অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার
পবত্রি কুরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
আজ রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমটিরি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, ইতিমধ্যে পুলশি অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব রায়কে গ্রেপ্তার করেছে।
এর আগে গতকাল শনিবার অভিযুক্ত অপূর্ব রায়কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবত্রি কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন সম্প্রতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছে বলে জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: