• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

কোহলিকে নিয়ে ভুল তথ্য আইসিসির, তোপের মুখে সংশোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম
কোহলিকে নিয়ে ভুল তথ্য আইসিসির, তোপের মুখে সংশোধন

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছেন বিরাট কোহলি। কিন্তু আইসিসির সোশ্যাল মিডিয়া গ্রাফিকের ভুলে কিছুক্ষণের মধ্যে এনিয়ে বিতর্ক শুরু হয়। বিশ্ব ক্রিকেট সংস্থা বাধ্য হয়ে দ্রুত সেই ভুল সংশোধন করেন।

বারোদারায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি। তাতে প্রায় পাঁচ বছর পর র‌্যাংকিংয়ের এক নম্বরে ওঠেন তিনি। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার শীর্ষে ওঠা এই ব্যাটিং তারকাকে নিয়ে একটি ভুল তথ্য দেয় আইসিসি। তারা জানায়, কোহলি বিশ্বের শীর্ষ র‌্যাংকিংধারী ওয়ানডে ব্যাটার হিসেবে ৮৩৫ দিন পার করেছেন, যা ভারতীয় হিসেবে সর্বোচ্চ। সর্বকালের সেরার তালিকায় দশম স্থানে ছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই এই পরিসংখ্যান দেখে আঁতকে ওঠেন ভক্ত, বিশ্লেষক ও পরিসংখ্যানবিদরা। আইসিসির আগের সংরক্ষিত রেকর্ডের সঙ্গে মিলছিল না এই পরিসংখ্যান। তাদের দাবি ছিল, আরও অনেক দিন শীর্ষে থেকেছেন কোহলি।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, বেশ কয়েক দফা মিলিয়ে কোহলি মোট ১৫৪৭ দিন ধরে শীর্ষে ছিলেন। আইসিসির আগের পরিসংখ্যানেই সেটা বলা হয়েছিল। রাতারাতি সেটা কীভাবে কমে গেল?

সমালোচনার মুখে পড়ে আইসিসি আগের পোস্ট মুছে দেয় এবং সংশোধন করে নতুন সংখ্যা প্রকাশ করে। তাতে সবচেয়ে বেশিদিন এক নম্বরে থাকার তালিকায় দশম থেকে এক লাফে তিনে উঠে আসেন কোহলি। তার উপরে কেবল ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার ভিভিয়ান রিচার্ডস (২৩০৬) ও ব্রায়ান লারা (২০৭৯)। 

আইসিসি সংশোধিত বিবৃতিতে আরও জানানো হয়, এনিয়ে ১১তম বার শীর্ষে উঠলেন কোহলি, যার শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবরে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন