• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই : অ্যাটর্নি জেনারেল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা চাই আগামী নির্বাচনের আগেই রোগমুক্ত হয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তাকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই। নির্বাচিত সরকার দেখতে চাই। ভোটের অধিকার পুনরুদ্ধার হয়েছে এটা দেখতে চাই।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘২০০৭ সালে তথাকথিত ওয়ান ইলেভেন সরকার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার দুই সন্তানকে কারাগারে নিক্ষিপ্ত করেই ক্ষ্যান্ত হননি তাদের নির্মমভাবে নির্যাতনও করা হয়েছিল। দেশের ইতিহাসে অন্যতম নির্যাতিত পরিবার ছিল জিয়া পরিবার। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে ফেলা হয়েছিল।

নির্যাতনের পর আরাফাত রহমান কোকোকে জামিনে যখন দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘তৎকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে রাজকীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তিনি যা চাইবেন সবই পাবেন। তখন খালেদা জিয়া বলেছিলেন, আমার দুইটি সন্তান নয় বাংলাদেশে আমার লাখো কোটি সন্তান আছে।

আমার দুই সন্তানকে ভালো রাখার জন্য আমি আমার লাখো কোটি সন্তানকে অরক্ষিত রেখে এই দেশ ছেড়ে কোথাও যাবো না। এই দেশ আমার, এই দেশের মাটিতে আমার স্বামী জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন, এই দেশের লাখো কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাব না।’

আসাদুজ্জামান বলেন, ‘আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা চাই নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়া ধানের শীষের পক্ষে দেশের যে কোনো প্রান্ত থেকে ভোট চাইবে। তার লাখো কোটি সন্তানের পাশে থাকবে।

এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে থাকবেন তিনি।’

শৈলকুপা উপজেলাবাসীর আয়োজনে দোয়া ও মাহফিলে উপজেলার নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন