• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রতারণার ফাঁদে ফেলে ১২ লাখ টাকা আদায়, ‘জিনের বাদশা’ গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম
প্রতারণার ফাঁদে ফেলে ১২ লাখ টাকা আদায়, ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

বগুড়ার সাধারণ মানুষের সরলতার সুযোগ নিতেন জিনের বাদশা পরিচয় দেওয়া মহিদুল ইসলাম (৩৫)। কবিরাজি ঝাড়ফুঁকের নামে খাবারের সঙ্গে অচেতন করার মেডিসিন দিয়ে ফাঁদে ফেলতেন। কথিত সেই জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া এলাকার তোজাম আকন্দের ছেলে। 

এর আগে, বৃহস্পতিবার মহিদুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোমিনুর রহমান। তিনি শাজাহানপুর উপজেলার ফুলতলা মহল্লার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার মহাস্থানগড় ইসলামী জলসায় প্রতারক মহিদুলের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। গত ৭ সেপ্টেম্বর কৌশলে ডেকে নিয়ে যায়। খাবারের সঙ্গে মেডিসিন বা ঝাঁড়ফুক দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে। এরপর নগদ ও বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগের প্রেক্ষিতে সোনাতলা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে সত্যতা পায় পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে মহিদুল। তার বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি কথিত হাড়, দুটি সুরমা দানী, তিনটি লাল কাপড়, একটি আতর, দুটি তাবিজ, তিন টুকরা সাদা কাপড়, তিনটি তসবি, পাঁচটি আগরবাতি ও কালো সুতা পাওয়া গেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন