• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যে কারণে থাকবেন না মেসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম
বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যে কারণে থাকবেন না মেসি

ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে জমকালো আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই জাঁকালো আয়োজন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির শহর ফ্লোরিডা থেকে ১৩০৩ কিলোমিটার দূরে, আকাশপথে আড়াইঘণ্টার পথ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড তাতে অংশ নিচ্ছেন না।

আগামী বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে এই ড্রয়ে। জন এফ. কেনেডি সেন্টারে উপস্থিত থাকবেন জাতীয় দলের কোচ ও ফুটবলের বিখ্যাত সব তারকারা। অনেকেই লম্বা ভ্রমণ করে আসনে। কিন্তু একই দেশে থাকলেও আলবিসেলেস্তে অধিনায়ক সেই অনুষ্ঠানে যোগ দেবেন না।

মেসি থাকবেন ফ্লোরিডার মায়ামিতেই। তার সকল মনোযোগ এখন এমএলএস কাপ ফাইনালে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে তার দল মায়ামির ম্যাচ। বিশ্বকাপ ড্রয়ের পরের দিন শনিবার চেজ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। এজন্যই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ড্র অনুষ্ঠান এড়িয়ে গেলেন।

অবশ্য পুরো কোচিং স্টাফ দল নিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই অনুষ্ঠানে যোগ দেবেন। এমনকি বিশেষ ভূমিকাও রাখবেন তিনি। তিন বছর আগে পাওয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢুকবেন স্ক্যালোনি। ড্রয়ের আগে সেটি রাখবেন মঞ্চে। তার মিশন হবে নতুন করে ট্রফিটা হাতে নেওয়ার।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক নম্বর পটে আছে। ফিফার শীর্ষ র‌্যাংকিংধারীরাও একই পটে। ৪৮ দলের এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত তারা গ্রুপে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেটাই দেখার অপেক্ষা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন