মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৭ পিএম
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেছে গার্মেন্টস কারখানার পোশাক শ্রমিকরা। সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা বিমানবন্দরগামী রুটে যান চলাচল বন্ধ করে রেখেছে। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাসুদ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ সড়ক অবরোধ করেন।
গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিকু জানান, যারা এই রুট ব্যবহার করবেন তাদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজন হলে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: