আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে জনতা
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসছে জনতা
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকার সর্বস্তরের মানুষ।
নির্মম নির্যাতনে মর্মান্তিক হত্যাকান্ডের স্বীকার শিশু জায়াদ রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার হেলেঞ্চা বাজারে ৫ম দফা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার-পরিজন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় আনার এবং দ্রুততম সময়ে বিচারের দাবি জানান।
তারা বলেন, মাত্র সাত বছরের নিষ্পাপ শিশু জায়ানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা সমাজের শত্রু এবং তাদের দ্রুত বিচার হওয়া প্রয়োজন। হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে বক্তারা বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি তারা পুলিশের ধীরগতির তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের ঝোপ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সিনথিয়া বেগম আলফাডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৫ নভেম্বর মরদেহে ব্যবহৃত রশির সূত্র ধরে প্রতিবেশী ইউনুচ মোল্যা নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী, (ফরিদপুর) প্রতিনিধি
- বিষয়:
- আলফাডাঙ্গা
- শাস্তির দাবি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: