• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে ও খোঁজখবর নিতে ধানমণ্ডির পৈতৃক বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। 

এর আগে আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জুবাইদা রহমানকে বহনকারী বিমানটি। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি।

এরপর আজ সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন