বাবাকে জেতাতে ভিডিও ভ্লগ করছেন জামায়াত নেতার মেয়ে
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। নিজে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। গতকাল পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে তাঁর নির্বাচনী জনতার ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন। ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।
তবে বুলবুলের মেয়ে জাইমা নূর সামাজিক মাধ্যমে বেশ পরিচিত।
ফেসবুকে তার ফলোয়ার্স প্রায় ৬ লাখ। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ুয়া জাইমা বাবার নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন, ভ্লগ বানাচ্ছেন। সেই ভ্লগে যুক্ত করে দিচ্ছেন বাবার ইশতিহার।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাইমা নূর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদের বাঁধের পাশে দাঁড়িয়ে কথা বলছেন।
তার ভাষ্য, আব্বু নির্বাচিত হলে মহানন্দার পাশে রিভারড্রাইভ রোদ করে দেবেন, যেমন কক্সবাজারে মেরিন ড্রাইভ রোড রয়েছে।
এছাড়াও জাইমা নুরুল ইসলাম বুলবুলের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও জাইমার এসব কর্মকাণ্ড বেশ আগ্রহ সহকারে চোখ রাখছেন। জাইমা নূর ইসলামী গানও গেয়ে থাকেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ভিডিও ভ্লগ
- জামায়াত নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: