প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ : ঘটনাস্থলে সেনা সদস্যরা
 
 
	প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের মূল ফটক অবরোধের জেরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
 
	   
	  বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। ফলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ এবং বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া কার্যালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
 
শহীদ পরিবার ও আহতদের পক্ষে সমন্বয়ক আরমান হোসেন বলেন, আমরা এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। আমাদের রক্তের ওপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে। অথচ দীর্ঘ সময় ধরে আমরা এখানে অবস্থান করছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে এই দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক। যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা রাস্তা অবরোধ করবো। আমরা সুশৃঙ্খলভাবে দাবি আদায়ের ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত পেতে চাই।
তিনি আরও বলেন, আমরা দাবি জানিয়েছি যেন আহতদের তালিকা তৈরিতে ক্যাটাগরি বৈষম্যের অবসান করা হয়। এখন তিনটি ক্যাটাগরি বিদ্যমান। সেটি বাতিল করে ২টি ক্যাটাগরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
 
	   
	  এর আগে, আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বিক্ষোভ
- মুহাম্মদ ইউনূস
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			.jpg.webp) 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.png.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: