ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা নেপালের

ফেসবুক এবং ইউটিউবসহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে নেপালের সরকার। এই প্রতিষ্ঠানগুলো সরকারের নিবন্ধন শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


নেপাল সরকার বলছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
যেখানে তিন কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন।
রয়টার্স বলছে, বুধবার পর্যন্ত এসব সামাজিক প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার নেপালি সরকার দেশটির টেলিকমিউনিকেশন অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র গজেন্দ্র কুমার ঠাকুর এফপিকে বলেন, ‘নিবন্ধনবিহীন সামাজিক মাধ্যমগুলো আজ থেকে নিষ্ক্রিয় করা হবে।
যোগাযোগ ও আইটি মন্ত্রী প্রিথ্বি সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার আমাদের অনুরোধ পূরণের আহ্বান জানিয়েছি, কিন্তু তারা এটি উপেক্ষা করেছে, তাই আমাদের নেপালে তাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছে।


মেটা (যার মালিকানা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ), ইউটিউব, এক্স, রেডিট এবং লিংকডইনকে বুধবারের ডেডলাইনের মধ্যে নিবন্ধন করতে বলা হয়। তবে এফপির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারও এই প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা যাচ্ছিল।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ফেসবুক
- ইউটিউব
- সামাজিক যোগাযোগমাধ্যম
- নেপাল
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: