• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎রাণীনগরে পৃথক অভিযানে চুরির মালামাল উদ্ধার ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৭জন গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৫ পিএম
‎রাণীনগরে পৃথক অভিযানে  চুরির মালামাল উদ্ধার ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৭জন গ্রেফতার

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান,মাদক কারবারী ও চুরির ঘটনায় তিনজনসহ বিভিন্ন ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় চুরির বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎থানাপুলিশ জানায়, রোববার রাতে বিভিন্ন অপরাধীদের ধরতে উপজেলা জুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রদ্যুত কুমার (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রদ্যুত কুমার বড়গাছা গ্রামের প্রমোদ কুমারের ছেলে। তাকে বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

‎এছাড়া উপজেলার পারইল এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে জহুরুল ইসলাম (৩৫),মোকছেদ আলীর ছেলে বিপুল হোসেন (৪০) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে বাদল হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে ওই এলাকার পারইল বাজারে নিশিকান্তের দোকান ঘরের ছাদের সিরি রুমের দরজা ভেঙ্গে ধান,ডিজেল তেল,পেট্রল ও গ্যাসের সিলিন্ডার চুরির ঘটনা ঘটে। ওই চুরির সাথে জরিত সন্দেহে জহুরুল,বিপুল ও বাদলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে গ্রেফতার বাদলের দাদীর বাড়ী থেকে চুরির ১৩বস্তা ধান,১২লিটার পেট্রল এবং ৪টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে পুলিশ।

‎এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা বিবি জানু (৫০) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধীক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। ওই রাতেই একই গ্রামের নাছির উদ্দীনের ছেলে রাসেদ মোল্লা(২৩) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ও আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একই রাতে উপজেলার গিরিগ্রামের জনাব আলীর স্ত্রী ফাতেমা বিবি (৫৩) কেও আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এলাকায় মাঠের ধান কাটার পর মাঠ-ঘাট ফাকা হওয়ার কারনে এবং ঘণ কুয়াশার কারনে হঠাৎ করেই বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আমরা ইতি মধ্যে চোরদের সনাক্ত করে গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধার অভিযানে মাঠে নেমেছি। এই অভিযানের অংশ হিসেবে রোববার রাতে চুরির ঘটনায় জরিত তিনজনকে গ্রেফতারসহ চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন