ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন আরেক আর্জেন্টাইন ফুটবলার
নতুন মৌসুম শুরুর আগেই দল গোছাতে শুরু করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ২০২৬ সালের প্রথম সাইনিং হিসেবে আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মুরাকে দলে ভিড়িয়েছে আমেরিকান ক্লাবটি।
রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক। ক্লাবের সঙ্গে তার চুক্তি চলবে ২০২৯ সালের জুন পর্যন্ত। এটি মুরার ক্যারিয়ারের প্রথম বিদেশি ক্লাব।
মার্সেলো ওয়েইগান্ট বোকা জুনিয়র্সে ফিরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করতেই মুরাকে দলে নিয়েছে মায়ামি। গতি, আক্রমণাত্মক মানসিকতা ও আধুনিক ফুলব্যাক হিসেবে তার ধারাবাহিকতাই বোর্ডের আস্থা জুগিয়েছে।
চুক্তির পর মুরা বলেন, ‘‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’’
রেসিং ক্লাবের হয়ে মুরা হয়েছেন মোট ১৪৮টি ম্যাচ। জিতেছেন মোট চারটি শিরোপা। আর করেছেন ১২টি গোল।
রিভার প্লেটসহ আর্জেন্টিনার একাধিক ক্লাব মুরাকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে নিয়মিত খেলার সুযোগ এবং সবচেয়ে বড় কথা, লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার সম্ভাবনাই ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার মূল কারণ।
নিজেদের ডিফেন্স শক্তিশালী করতে এখানেই থামছে না ইন্টার মায়ামি। ইতোমধ্যে সার্জিও রেগিলনের পর মুরাকে দলে নিয়েছে তারা। এছাড়া পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিকায়েলকে নেওয়ার আলোচনাও চলছে।
এছাড়া মিডফিল্ডেও পরিবর্তনের ভাবনা আছে। সার্জিও বুসকেটসের বিকল্প খুঁজছে ক্লাব। তালিকায় আছেন জিওভানি লো সেলসো। তবে রিয়াল বেতিসের সঙ্গে আলোচনা আপাতত থমকে আছে।
দৈনিক পুনরুত্থান / স্পোর্টস ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: