• ঢাকা
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪২ পিএম
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বতন্ত্রতা রক্ষার দাবিতে সড়কে নেমেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার আশঙ্কা, বিভাগ বিলুপ্তির সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের নারীবান্ধব পরিচয় ক্ষুণ্ন হওয়ার উদ্বেগ থেকে সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে কলেজের ২ নম্বর গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং কলেজকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করাসহ মোট ৫ দফা দাবি জানান তারা।

সেগুলো হচ্ছে–

১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা,

২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা,

৩. বিশ্ববিদ্যালয়ের সময় দুপুর ১টা থেকে ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা বহাল রাখা,

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা,

৫. এবং যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন