কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”এই প্রতিপাদ্য বিষয়ে কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাসের ডি,আই,ডি,আর,এম কল প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে র্যালি শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, প্রকল্পের ডিআইও আব্দুল্যাহ আল সায়েম, দৃষ্টি প্রতিবন্ধি সদস্য আবু মুছা, সুলতানা, শরিফুল আলম মিল্টন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব যখন প্রতিবন্ধী ব্যক্তিরা সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবেন। তারা আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে কেউ বৈষম্যের শিকার না হন এবং প্রতিটি প্রতিবন্ধী মানুষ তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: