জনগণের ভোটে আমি নির্বাচিত ধানের শীষে আস্থা রাখুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) নির্বাচনী আসনে ব্যাপক প্রচারণা করছেন বিএনপি নেতারা।
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলটির আগাম মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
তিনি বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে আস্থা রাখুন। সনাতনীরা মানে নৌকা নয়, নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা দেখিয়ে দিবে। আমি বানভাসি ও অসহায় মানুষের পাশে ছিলাম বলেই জনগণের কল্যাণে কিছু করতে পেরেছিলাম। কাজী আলাউদ্দিন বলেন, আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে টেকসই বেরিবাঁধ নির্মাণ, প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা, কালিগঞ্জ-আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত এলাকায় পরিণত করা হবে। হিন্দু-মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন প্রত্যাশা করি।
উঠান বৈঠকে অশোক কুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, মথুরেপুর ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মথুরেশপুর বিএনপির সেক্রেটারি সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু প্রমুখ। এদিন আশাশুনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: