জনসমক্ষে স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট!

বিমান থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। বিমানের দরজার একপাশ থেকে কেউ যেন তাকে চড় মারলেন!


পরিষ্কার বোঝা গেল, লাল পোশাক পরিহিত কেউ একজন কাজটি করেছেন। একটু পরই দেখা যায়, সেই লাল পোশাক পরিহিতা ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত।
দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামে পা রেখেছেন ম্যাক্রোঁ। সেখানকার হ্যানয় বিমানবন্দরে এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তেই চড়-কাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনার পর অবশ্য একসঙ্গেই বিমান থেকে নেমেছেন ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিত। তবে বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রীর হাত ধরেননি প্রেসিডেন্ট। এ বিষয়টিও উপস্থিত অসংখ্য ক্যামেরার দৃষ্টি এড়ায়নি।
ম্যাক্রোঁর দপ্তর প্রথমে ভিডিওটি ‘ভুয়া’ দাবি করলেও পরে এর সত্যতা নিশ্চিত করেছে। যদিও ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র ঘটনাটিকে স্বামী-স্ত্রীর মধ্য ‘সামান্য ঝগড়া’ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: লা মন্দে


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: