• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

Advertise your products here

  1. জাতীয়

শিশু শ্রমিকের সংখ্যা দশ বছরে বেড়েছে ৮০ হাজার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম
শিশু শ্রমিকের সংখ্যা দশ বছরে বেড়েছে ৮০ হাজার
ফাইল ফুটেজ

গত দশ বছরে দেশে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার। ২০১৩ সালের দেশে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ, কিন্তু ২০২২ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮০ হাজার।

বুধবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জাতীয় শিশুশ্রম জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়, দেশে অনুমোদিত কাজ করে এমন শিশুর সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন>> এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২৮ জুলাই

২০২২ সালে কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজার, ২০১৩ সালে এমন শিশু ছিল ৩৪ লাখ ৫০ হাজার। এতে দেখা যায়, দেশে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা কমেছে।

২০২২ সালে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা ১০ লাখ ৭ হাজার। ২০১৩ সালে তা ছিল ১২ লাখ ৮০ হাজার। বিবিএস বলছে, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ জন। ২০১৩ সালে তা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন