• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

এবার ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন ধানুশ!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:০১ পিএম
এবার ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন ধানুশ!

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ এবার হতে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। তবে বাস্তবে নয়, পর্দায়। ‘ভারতরত্ন’ পাওয়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালামের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘কালাম’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন ধানুশ। চলচ্চিত্রটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উন্মোচন করা হয়েছে।

সিনেমাটি পরিচালনা করবেন ওম রাউত। তিনি জানান, ‘কালাম’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি ড. কালামের জীবন, নেতৃত্বগুণ ও জাতি গঠনে তাঁর অবদানের অন্তর্দৃষ্টি তুলে ধরা হবে। এ সিনেমা তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ভারতের ‘মিসাইল ম্যান’খ্যাত ড. এ.পি.জে. আব্দুল কালামের জীবনের উপর নির্মিত এই জীবনীচিত্রে রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তাঁর জীবনপথ তুলে ধরা হবে।

পরিচালক ওম রাউত বলেন, ‘এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব। সেদিক থেকে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক উপরে ছিলেন। তিনি শিক্ষা, উৎকর্ষতা ও দেশীয় উদ্ভাবনের শক্তির জন্য পরিচিত ছিলেন। তার গল্প পর্দায় তুলে ধরা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জিং।

সিনেমাটি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে।’

পরিচালক ওম রাউত এর আগে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং ‘আদিপুরুষ’-এর মতো সিনেমা বানিয়েছেন। এবার নির্মাণ করবেন ‘কালাম’। বিগ বাজেটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অভিষেক আগারওয়াল এবং টি-সিরিজের ভূষণ কুমার।

সার্বিক সহযোগীতা করছে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াডরাস, যিনি এর আগে ‘নীরজা‘, ‘ময়দান’ এবং ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরা ‘-এর চিত্রনাট্য লিখেছিলেন। তাই সিনেমাটি ঘিরে বেশ উন্মাদনা তৈরি হচ্ছে দর্শকদের মাঝে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন