• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার গায়কী আর সুরের জাদুতে বুঁদ হয়ে থাকে ভক্তরা। তবে কিছুদিন ধরে হাবিবকে স্টেজ কিংবা পাবলিক অ্যাপিয়ারেন্সে নতুন এক লুকে দেখা যাচ্ছে যার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সানগ্লাস। অনেকেই ভাবতেন, বাবা ফেরদৌস ওয়াহিদের স্টাইল অনুসরণ করেই কি তবে এই পরিবর্তন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রহস্যের জট খুললেন হাবিব। হাবিব জানান, সানগ্লাস পরার বিষয়টি কোনো বংশগত বিষয় নয়। তিনি বলেন, ‘বাবার স্টাইল হলে তো অনেক আগে থেকেই এমনটা করতাম। আমি তো তাকে জন্মের পর থেকেই দেখে আসছি। গত ৩-৪ বছর ধরে নিজের লুকে কিছুটা পরিবর্তন আনার জন্যই সানগ্লাস পরা শুরু করেছি।’

লুক পরিবর্তনের পাশাপাশি একটি কারিগরি কারণও উল্লেখ করেছেন এই তারকা। হাবিবের মতে, বর্তমান সময়ে স্টেজ পারফরম্যান্সের মান অনেক উন্নত হয়েছে। কনসার্টে ব্যবহৃত লাইটগুলো এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। 

তার কথায়, ‘গত ১০ বছরের তুলনায় এখনকার স্টেজ লাইট অনেক বেশি ব্রাইট। পারফর্ম করার সময় এই তীব্র আলো সরাসরি চোখে লাগে। বিশেষ করে লাইটের অতিরিক্ত ফ্ল্যাশ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই চোখের আরাম বা কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা।’

একজন শিল্পী হিসেবে ফ্যাশন সচেতনতার বিষয়েও কথা বলেন হাবিব। তিনি মনে করেন, ভক্তরা সবসময় তাকে ফ্যাশনেবল লুকে দেখতে চান। তাই নিজের আরাম আর ভক্তদের চাওয়া- এই দুইয়ের মেলবন্ধন ঘটাতেই তার চোখে এখন সবসময় সানগ্লাস শোভা পায়।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন