• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ডিমলায় বুড়িতিস্তা খনন প্রকল্পের বিরুদ্ধে মশাল মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম
ডিমলায় বুড়িতিস্তা খনন প্রকল্পের বিরুদ্ধে মশাল মিছিল

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার (৫ডিসেম্বর) সন্ধ্যার পরে কুটিরডাঙ্গা এলাকা থেকে শুরু হয় বিরাট মশাল মিছিল। এতে নারী-পুরুষ ও শিশুসহ পাঁচটি মৌজার প্রায় ২/৩ হাজার মানুষ অংশ গ্রহন করেন।

এলাকাবাসীর অভিযোগ নির্ধারিত খনন প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বহু পরিবারের বসতবাড়ি,মসজিদ, ময়দান, মাদ্রাসা এতিমখানা, ও আবাদি জমি গাছ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, বহু বছর ধরে তিন ফসল উৎপাদন হওয়া উর্বর এই জমি নদী খননের নামে নষ্ট করা হলে হাজারো মানুষের জীবিকা হারাবে।

‘জনগোষ্ঠী’ সংগঠনের মুখপাত্র মোঃ আব্দুল আলিম ও যাদু মিয়া বলেন আমরা জমির বৈধ মালিক হয়েও প্রকল্পের কোনো সিদ্ধান্তে আমাদের মতামত নেওয়া হয়নি। জোর করে এই প্রকল্প চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প বাস্তবায়ন হতে দেওয়া হবে না। অন্যদিকে স্থানীয়রা জানান পানি উন্নয়ন বোর্ডের কিছু ব্যক্তি বিভিন্নভাবে এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি বলেন, এখানে প্রায় কয়েক হাজার মানুষ উদ্বিগ্ন।

প্রশাসনের কেউ কথা শোনে না। তাই বাধ্য হয়েই আমরা মশাল হাতে মাঠে নেমেছি। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন তারা নদী খননের পক্ষে থাকলেও প্রকল্প বাস্তবায়নের পদ্ধতিতে অনিয়ম রয়েছে তিনি দাবি করেন। ২০০৯ সাল থেকে নদী নিয়ে বিরোধ চলছে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে প্রায় সাড়ে সাতশ কৃষকের নামে ১১টি মিথ্যা মামলা দিয়েছে এসব মামলায় অনেকে সর্বস্বান্ত হয়ে পড়েছে। আমরা খনন প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছি।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ডোমার ডিমলা সার্কেল সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহদী গণমাধ্যম কর্মীকে বলেন আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার জন্য জনগোষ্ঠী পরিবারের লোকজন গুজব ও এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। তাই ব্রীজ এলাকায় পুলিশ প্রশাসন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে সার্বক্ষণিক নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছেন সেনাবাহিনী টহল টিমটি। যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটার জন্য।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন